ইডেনে ডিভাইসসহ গ্রেপ্তার বিসিএস পরীক্ষার্থী সোলাইমান কারাগারে

3 hours ago 5
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইডেন মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশে চেষ্টার সময় ইলেকট্রনিকস ডিভাইসসহ গ্রেপ্তার পরীক্ষার্থী সোলায়মান ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  শনিবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক তার পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি প্রযুক্তিগত ডিভাইস সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। এ আসামিসহ তার সহযোগীরা পরস্পরের সহায়তায় পরীক্ষার কেন্দ্রে প্রতারণা করার উদ্দেশে ডিজিটাল ডিভাইস সঙ্গে রেখেছিল। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী মিজানুর রহমান রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৮টার দিকে ইডেন মহিলা কলেজ কেন্দ্রের এ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকার চেষ্টা করায় সোলায়মান ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষিত মধু বাদী হয়ে লালবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। 
Read Entire Article