উয়েফা নেশনস লিগে গ্রুপ এ-২ তে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ছিল ফ্রান্স ও ইতালি। রোববার গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে ফরাসিরা। অন্যদিকে রানার্সআপ হয়ে সেরা আটে গেছে ইতালি।
৬ ম্যাচে ফ্রান্সের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ইতালির পয়েন্টও ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে বেলজিয়াম ও ইসরায়েল।
রোববার ফ্রান্সকে আতিথেয়তা দেয় ইতালি। অ্যাওয়ে ম্যাচে মাত্র ২ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। লুকাস ডিগনির দারুণ পাসে ইতালির জাল খুঁজে বের করেন আদ্রিয়েন র্যাবিয়ট।
৩৩ মিনিটে ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন ইতালির গাগলিয়েমো ভিকারিও। স্বাগতিকদের আত্মঘাতী গোলে ২-০ গোলে এগিয়ে যায় ফরাসিরা।
২ মিনিট পর এক গোল শোধ করে ইতালি। ফ্রান্সের জালে বল জমা করেন আদ্রিয়া কামবিয়াসো। এতে ব্যবধান কমে আসে ২-১ এ।
৬৫ মিনিটে আবারও র্যাবিয়টের স্ট্রাইকে জাল কাঁপে ইতালির। এবারও তাকে অ্যাসিস্ট করেন ডিগনি। এতে ফ্রান্স এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত হয় ফরাসিদের।
রোববার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন র্যাবিয়ট ও ডিগনি। র্যাবিয়্ট অন্যরকম হাফসেঞ্চুরির ম্যাচ রঙিন করেছেন জোড়া গোলে। আর ডিগনি ৫০তম ম্যাচ মাতিয়েছেন জোড়া অ্যাসিস্টে।
এমএইচ/এএসএম