ইতালিতে এক বাংলাদেশির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ওই যুবকের নাম সাগর বালা অভি (২২)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যুর খবর পান দেশে থাকা পরিবারের লোকজন।
পরিবারকে খবরটি জানান নিহত অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পাড়া-প্রতিবেশি ও আত্মীয় স্বজনরা নিহত ব্যক্তির বাড়িতে ভিড় করছেন।
জানা গেছে, নিহত সাগর বালা অভি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ধার দেন করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর বালা অভি। ইতালিতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন সাগর। পরে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরের দিন বুধবার দুপুরে অভির মৃত্যুর খবর পান পরিবারের লোকজন।
নিহত অভির বাবা কুমোদ বালা বলেন, হত্যাকাণ্ডে প্রয়োজনীয় তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন স্থানে তল্লাশিসহ ইতালির পুলিশ কাজ শুরু করেছেন। অভির মরদেহের পাশ থেকে তার ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করে ইতালির পুলিশ। আমি এ ঘটনার বিচার চাই।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তাদের সহযোগিতা করা হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমআরএম/এএসএম