ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ১৭ বছর বয়সী ফুটবলার

3 months ago 39

আর্জেন্টিনার ফুটবলে এক নতুন ইতিহাস লিখলেন তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ী হওয়া ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার, যা তাকে নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়।

মাত্র ১৭ বছর ২৯৫ দিন বয়সে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন মাস্তান্তুয়ানো। আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

যদিও ১৬ বছর ৩ মাস বয়সে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছিলেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তবে প্রতিযোগিতামূলক ম্যাচের ক্ষেত্রে মাস্তান্তুয়ানো এখন শীর্ষে।

এই তরুণ মিডফিল্ডারকে ঘিরে ইতোমধ্যেই ইউরোপীয় ক্লাবগুলোর আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদে তার যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে, তিনি আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ দামে ট্রান্সফার হওয়া ফুটবলার হিসেবে রেকর্ড গড়তে পারেন।

এমএমআর/জেআইএম

Read Entire Article