ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৬

1 week ago 15

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণাঞ্চলীয় সিদামা রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে ওই রাজ্যের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল)। খবর এএফপির।

সিদামার আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, একটি গাড়ি দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বোনা জুরিয়া ওরেদার গেলোনা ব্রিজে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। স্বাস্থ্য ব্যুরো বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে একটি গাড়ির চারপাশে অনেক মানুষ দেখা গেছে। গাড়িটির কিছু অংশ পানিতে ডুবে আছে। লোকজন এটিকে টেনে তোলার চেষ্টা করছে।

অন্য কিছু ছবিতে দেখা গেছে, রাস্তার ওপর বেশ কিছু মরদেহ পড়ে আছে এবং নীল রংয়ের পলিথিন দিয়ে মৃতদেহগুলো ঢেকে রাখা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সিদামার আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো। পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

কয়টি গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটেছে বা দুর্ঘটনার সময় কতজন আরোহী ছিল এ বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সেখানে সড়কের বেহাল দশাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়।

টিটিএন

Read Entire Article