ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকা পেসার

4 days ago 4

বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি- আইসিসির কোনো ইভেন্ট সামনে আসলেই তিনি চোটে পড়বেন, এটা যেন এখন একটি নিয়মে পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়া আবারও একটি আইসিসি টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন। এবার তিনি চোটের কারণে ছিটকে গেলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।

পিঠের চোটের কারণে মূলত ছিটকে যেতে হলো তাকে। গত দুটি (২০২৯ ও ২০২৩) ওয়ানডে বিশ্বকাপেও চোটের জন্য খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই নরকিয়ার ছিটকে পড়ায় নিশ্চিত অর্থেই দক্ষিণ আফ্রিকার জন্য বড় একটি ধাক্কা।

গত বছর জুনে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন নরকিয়া। এরপর তার ফেরার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে; কিন্তু তার আগেই নেটে অনুশীলন করতে গিয়ে আঙ্গুল ভাঙে তার। এরপর পিঠের ইনজুরিতে ভুগছিলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা বসে সিদ্ধান্ত নেন নরকিয়া কিংবা জেরার্ল্ড কোয়েৎজির মধ্যে যে কোনো একজনবে বেছে নেয়া হবে। নরকিয়াকে পাওয়া যাবে, এমন সম্ভাবনা থেকে তাকে দলে নেয়া হয়; কিন্তু দল ঘোষণার তিনদিনের মাথায় নরকিয়ার ছিটকে পড়ার কথা ঘোষণা করতে হলো।

সোমবার নরকিয়ার পিঠে স্ক্যান করানো হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ফিট হয়ে মাঠে নামতে কয়েক সপ্তাহ সময় লাগবে তার। যদিও এখনই তার পরিবর্তিত ক্রিকেটারের নাম ঘোষণা করা হচ্ছে না।

আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তন করা যাবে। তাই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণার আগে সময় নিতে চান দক্ষিণ আফ্রিকার কর্তারা। নরকিয়ার চোট কতটা গুরুতর তা জানানো হয়নি। তবে, পরিবর্তিত ক্রিকেটার যে জেরার্ল্ড কোয়েৎজি, সেটা অনেকটাই নিশ্চিত।

আইএইচএস/

Read Entire Article