ইনজুরিতে বুমরাহ, সিডনি টেস্টের শেষ ইনিংসে খেলবেন তো?

2 days ago 6

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন জাসপ্রীত বুমরাহ। মধ্যাহ্নভোজের বিরতির পর তার আরও কয়েক ওভার বল করার কথা থাকলেও মাত্র একটি ওভার করেই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। কিছুক্ষণ পরই দেখা যায়, বিসিসিআইয়ের মেডিকেল দলের সঙ্গে স্ক্যানের জন্য স্টেডিয়াম ছেড়ে যাচ্ছেন বুমরাহ।

দিনের খেলা শেষ হওয়ার পর কিছুটা স্বস্তির খবর দেন প্রসিদ্ধ কৃষ্ণা। সংবাদ সম্মেলনে তিনি জানান, বুমরাহের 'ব্যাক স্পাজম', অর্থাৎ পিঠের টান ধরেছে। কৃষ্ণা বলেন, ‘বুমরাহের পিঠে টান লেগেছে, মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে। দেখা যাক, কী হয়।’ তবে তার অবস্থা কতটা গুরুতর, সেটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

বুমরাহর এই চোট ভারতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে, বিশেষ করে যখন সিরিজের ভাগ্য এখনো নির্ধারিত হয়নি। তিনি এই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী, এখন পর্যন্ত ৩২টি উইকেট নিয়েছেন। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বুমরাহ—প্রথম ইনিংসে ১৭ বলে ২২ রান করেন, যা ভারতের ১৮৫ রানের সংগ্রহ গড়তে সহায়ক হয়।

বুমরাহ ফিট না হলে দলের নেতৃত্বভার সামলাবেন ভিরাট কোহলি, যিনি স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুমরাহের চোটের দুশ্চিন্তার মাঝেও দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ভারত। ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে তারা ১৪৫ রানের লিড নিয়েছে। শেষ ইনিংসে অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ্য দিতে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে দায়িত্ব নিতে হবে।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়। তাই এখন ভারতের লক্ষ্য হবে লিড অন্তত ২০০ পর্যন্ত টেনে নেওয়া, যাতে তারা প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট আপাতত বুমরাহের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শেষ ইনিংসে তিনি বল করতে পারবেন কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে চোট গুরুতর হলে ভারতের জন্য এটি হবে বড় ধাক্কা, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে, যখন তারা সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে।

Read Entire Article