মোবাইল ও ইন্টারনেট সেবায় অতিরিক্ত কর আরোপ করার ফলে অপারেটরদের সেবার মান বৃদ্ধির বিপরীতে করের দিকে বেশি মনোযোগ দিতে হচ্ছে। এতে করে সমাজে নাগরিকদের মধ্যে বৈষম্যও তৈরি হচ্ছে। ইন্টারনেটের দাম কমানোর ক্ষেত্রে কর ছাড়াও সবচেয়ে বড় বাধা এনটিটিএন লাইসেন্সধারী দুইটি কোম্পানির চাঁদাবাজি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়াতনে টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি এডভোকেসি প্লাটফর্ম (টিপাপ) আয়োজিত ‘এনশিওরিং ইন্টারনেট অ্যাকসেস ফর এভরিওয়ান-চ্যালেঞ্জ এন্ড রেকমেন্ডেশেনস’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমনটা জানান বক্তারা।
টিপাপের সমন্বয়ক ও বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন টেলিযোগ বিশেষজ্ঞ বিল্ডকনের প্রধান মাহতাব উদ্দিন আহমেদ, এমটবের সেক্রেটারি জেনারেল লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, রবি’র চিফ রেগুলেটরি অফিসার শাহেদুল আলম, বাংলালিংকের চিফ রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, আইএনপিএবির সভাপতি ইমদাদুল হক, আইআইজি এসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম, বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির, মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেটের দাম কমানোর ক্ষেত্রে কর ছাড়াও আরও একটি বড় বাধা সরকারি পৃষপোষকতায় এনটিটিএন লাইসেন্সধারী দুইটি কোম্পানির চাঁদাবাজি। এনটিটিএন-এর মনোপলি ব্যবসার জন্য গ্রামেগঞ্জে ইন্টারনেট ডাটা ট্রান্সমিশন কম খরচে করা যাচ্ছে না। এ সময় অবিলম্বে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ও টেলিকম কোম্পানিগুলোর প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক পর্যায়ে দাম কমাতে নিজেরা যাতে সারা দেশে ট্রান্সমিশন করতে পারে সেই অনুমোদন বিটিআরসিকে দেওয়ার দাবি জানানো হয়।
গোলটেবিল বৈঠকে এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, নতুন করে কর আরোপ করার ফলে সাবস্ক্রাইবাররা তাদের খরচের হার কমিয়ে দিবে, ফলে ইন্টারনেটে কর বাতিল করে সরকারের উচিত বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করা। নতুন করের বোঝা ব্যক্তি পর্যায়ে কম প্রভাব ফেললেও সামগ্রিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।
বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির বলেন, ইন্টারনেট না থাকলে জুলাই বিপ্লব ইফেক্টিভলি সম্ভব হতো না। ইন্টারনেটের দাম বাড়ানোর ফলে সমাজে নাগরিক বৈষম্য তৈরি হচ্ছে। ডেটার দাম বাড়লে ই-কমার্সে এর প্রভাব পড়বে। এ খাতে ভ্যাট মওকুফ করলে ডিজিটাল ইকোনোমি আরও বাড়বে। ইন্টারনেটের দাম বাড়ার ফলে ই-লার্নিং, ডিসটেন্স লার্নিং, টেলিমিডিসিন সেবা ব্যাহত হবে। এ ছাড়াও বিশ্ববাজারে ফ্রিল্যান্সাররা প্রতিযোগিতার বাজার হারাবে। এ সময় ইন্টারনেট ট্রান্সমিশনে মধ্যসত্ত্বভোগী কমানোর আহ্বানও জানান আলমাস কবির।
বিল্ডকনের প্রধান মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার আগের সরকারের চিন্তা-ভাবনাতেই এগিয়ে চলছে। যারা সৎভাবে ট্যাক্স পে করে এনবিআর তাদের ওপর আরও বেশি ট্যাক্স আরোপ করে। সামনের দিনে মোবাইল ও ইন্টারনেটের ওপর আরও ট্যাক্স আরোপ করা হবে, কারণ এটা করা সহজ। এটা শুধু গ্রাহকদের ওপর নয় বরং অপারেটরদের মধ্যেও বৈষম্য সৃষ্টি করবে।
বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, বর্তমানে কমপক্ষে চারটা লেয়ার অতিক্রম করে গ্রাহকদের কাছে ইন্টারনেট পৌঁছাতে হয়। এর প্রতিটা লেয়ারের মাঝখানে এনটিটিএন আছে। যে পরিমাণ লেয়ার তাতে ৬০ শতাংশের বেশি কর সরকারকে পরিশোধ করতে হয়। এনবিআর কর বাড়ানোর কারণে সার্ভিস কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হচ্ছে। গ্রাহকদের বিল বাড়লে তারা অবৈধ আইএসপির কাছে চলে যাবে, এতে করে সরকারের রাজস্ব আরও কমে আসবে। এ সময় এনটিটিএন-এর মনোপলি ভেঙে এর লাইসেন্স বাড়ানোর জন্যও আহ্বান জানান তিনি।
আইআইজি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম বলেন, দাম বাড়ার পর কার্পোরেট গ্রাহকদের অনেকেই প্যাকেজ ডাউনগ্রেড করতে চাচ্ছেন, যার ফলে অনেক কর্মঘণ্টা নষ্ট হবে। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে।
অনুষ্ঠানের সঞ্চালক ফাহিম মাসরুর বলেন, বাংলাদেশে শহরাঞ্চলে প্রতিমাসে একজন ব্রডব্যান্ড ব্যবহারকারী গড়ে ১০০ গিগাবাইট ডেটা ব্যবহার করে, গ্রামে এর পরিমান মাত্র ৬ গিগাবাইট। ভারতে গড়ে একজন মোবাইল ডাটা ব্যবহারকারী বাংলাদেশ থেকে ৩ গুন বেশি ডাটা ব্যবহার করে। মোবাইল ডাটা চার্জ এত বেশি হওয়াতে ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সেবা পৌঁছানোর ক্ষেত্রে আমরা পার্শবর্তী দেশগুলো থেকে অনেক পিছিয়ে পড়ছি।