ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠিত

3 hours ago 6

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৩ম ব্যাচ ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠান হয়েছে। এবছর ১৩তম ব্যাচ এর ৭৯ জন ক্যাডেট নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুরে পূবাইলে একাডেমির স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরবিহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তরের উচ্চপদস্থ  ব্যক্তিবর্গ, মেরিন প্রশিক্ষক এবং মেরিন প্রশাসনের পদস্থ সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গ। এ ছাড়া পাসিং আউট ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট, ক্যাপ্টেন জাকি আহাদ তার শুভেচ্ছা ভাষণে অতিথিদের মেরিটাইম শিক্ষার প্রসার ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষণের সুযোগ সুবিধা ও অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

সার্বিক কৃতিত্বের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে ইঞ্জিনিয়ার ক্যাডেট ইকবাল আহমেদ। শ্রেষ্ঠ নটিক্যাল ক্যাডেট হিসাবে সিলভার পদকপ্রাপ্ত হয়েছে ক্যাডেট মো. আশ্রাফ হোসেন এবং শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেট হিসেবে ক্যাডেট নাইমুল ইসলাম রুপক। ক্যাডেটদের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ এর মাধ্যমে পাসিং আউট অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা, ডেপুটি কমান্ড্যান্ট, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণের ক্ষেত্রে প্রথম প্রতিষ্ঠান। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রথম ব্যাচ পাসিং আউট সিরিমনি উদযাপন করেছিল ২০১০ সালের ১ মার্চ। পরবর্তীকালে ১২তম ব্যাচ ক্যাডেট এবং ৯ম ব্যাচ রেটিংস এর পাসিং আউট সিরিমনি অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রিসি ক্যাডেট এর ১৪তম ব্যাচে ৭৯ জন ক্যাডেট প্রশিক্ষণরত রয়েছে।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির প্রশিক্ষণ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। ইহা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাডেটগণ দুই বৎসরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট হিসেবে মেসার্স হক এন্ড সন্স এর ব্যবস্থাপনায় স্বনামধন্য বিদেশি কোম্পানিতে যোগদান করবে। তারা তাদের বেতন আন্তর্জাতিক বেতন স্কেলে অর্জন করবে। 

Read Entire Article