ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা বাড়াতে ওয়েবিনার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) সোমবার একটি ওয়েবিনারের আয়োজন করে, যেখানে উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। একাডেমিক মান উন্নয়নের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই সেশনটি অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুসতাফা। তিনি শিক্ষণ - শেখার আধুনিক পদ্ধতি, ছাত্র - শিক্ষক যোগাযোগ উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার করে শেখানো এবং কার্যকর শ্রেণিকক্ষ পরিচালনা - এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। তার মতে, শিক্ষকরা সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে দেশ ও জাতি এগিয়ে যাবে। এছাড়া তিনি অ্যাকটিভ লার্নিং, গবেষণাভিত্তিক পড়ানো, ক্লাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, তাদের আচরণ বোঝা এবং ভালো মূল্যায়ন করার কিছু ব্যবহারিক কৌশল তুলে ধরেন। ওয়েবিনারে অংশ নেন আইএসইউ-এর ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক প্রফ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা বাড়াতে ওয়েবিনার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) সোমবার একটি ওয়েবিনারের আয়োজন করে, যেখানে উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। একাডেমিক মান উন্নয়নের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই সেশনটি অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুসতাফা।

তিনি শিক্ষণ - শেখার আধুনিক পদ্ধতি, ছাত্র - শিক্ষক যোগাযোগ উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার করে শেখানো এবং কার্যকর শ্রেণিকক্ষ পরিচালনা - এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। তার মতে, শিক্ষকরা সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে দেশ ও জাতি এগিয়ে যাবে। এছাড়া তিনি অ্যাকটিভ লার্নিং, গবেষণাভিত্তিক পড়ানো, ক্লাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, তাদের আচরণ বোঝা এবং ভালো মূল্যায়ন করার কিছু ব্যবহারিক কৌশল তুলে ধরেন।

ওয়েবিনারে অংশ নেন আইএসইউ-এর ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন এবং শিক্ষক-শিক্ষিকারা। বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়েবিনারটি শুরু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow