ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫০ জনের বেশি লোক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) নামাজের সময় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার খুতবা চলাকালীন দুটি বিকট বিস্ফোরণের শব্দ হয়।
শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, আহতদের বেশিরভাগই ছাত্র। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আসেপ এদি সুহেরি বলেন, উত্তর জাকার্তার কেলাপা গাদিংয়ে এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দেশটির খবরের চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির ফুটেজে স্কুলের চারপাশে ব্যাপক পুলিশের উপস্থিতি ও একাধিক অ্যাম্বুলেন্সকে প্রস্তুত থাকতে দেখা গেছে।
ছবিতে দেখা গেছে বিস্ফোরণের ঘটনায় মসজিদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

9 hours ago
7









English (US) ·