জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা
বাংলাদেশ ক্রিকেটে ঝড় তুলেছে নারী দলের সাবেক সদস্য জাহানারা আলমের যৌন হেনস্তার অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা। এবার নীরবতা ভাঙলেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম—যিনি ঘটনাটিকে আখ্যা দিয়েছেন “ভয়াবহ ও লজ্জাজনক” হিসেবে।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মুশফিক লিখেছেন,
“সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।”
জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও লেখেন,
“যদি অভিযোগগুলি সত্য প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।”
গত কয়েকদিন ধরে নারী ক্রিকেট ঘিরে বিতর্কের কেন্দ্রে আছেন জাহানারা আলম। অস্ট্রেলিয়া প্রবাসী এই পেসার একাধিক সাক্ষাৎকারে অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কোচ ইমন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আরও কয়েকজনের বিরুদ্ধে।
জাহানারার দাবি, বিসিবির কাছে একাধিকবার অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। বরং বছরের পর বছর নীরব থাকতে হয়েছে তাকে। তার বক্তব্যে উঠে এসেছে শারীরিক ও মানসিক হয়রানির ভয়াবহ অভিজ্ঞতার কথাও।
অভিযোগের পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে একটি তদন্ত কমিটি, যারা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা আহ্বান জানিয়েছেন, যেন তদন্তটি হয় সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বচ্ছভাবে।
এবার সেই তালিকায় যোগ হলো মুশফিকুর রহিমের কণ্ঠ—যিনি স্পষ্ট করে জানালেন, ক্রিকেটের মতো মহৎ একটি খেলায় হয়রানির কোনো স্থান থাকা উচিত নয়।

2 hours ago
7









English (US) ·