ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় পানির ট্যাপ চুরি করার সময় একজনকে হাতেনাতে ধরেছেন নিরাপত্তা কর্মকর্তারা। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার থেকে অপরজনকে আটক করেন তারা।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। পরে তাদেরকে ক্যাম্পাসে অবস্থিত ইবি থানায় সোপর্দ করা হয়।
আটক হওয়া দুজন হলেন কুষ্টিয়া সদরের কমলাপুর এলাকার গিয়াস আলীর ছেলে হায়দার আলী (২৭) ও একই উপজেলার চৌড়হাস এলাকার আব্দুল মোতালেবের ছেলে নাহিদ হাসান ধ্রুব (২৫)।
জানা যায়, দুপুর একটার দিকে হায়দার আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ওয়াশরুমের পানির ট্যাপ খুলছিলেন। সে সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী তাকে দেখে হাতেনাতে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। তার সাথে থাকা ব্যাগে একটি পানির ট্যাপ পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী শেখপাড়া বাজারে অবস্থানরত তার সহযোগী নাহিদকেও আটক করে প্রক্টরের কার্যালয়ে আনেন নিরাপত্তা কর্মকর্তারা। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে তাদেরকে ক্যাম্পাসে অবস্থিত ইবি থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে মামলার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। পরে থানায় গিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন থেকে পানির ট্যাপসহ বিভিন্ন যত্রাংশ চুরির ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন।