ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ

2 weeks ago 11

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঢাকা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইবি ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।

ঢাকা জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান, প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, প্রফেসর ড. রহমান হাবিব, প্রফেসর ড. এ এস এম সরফরাজ নওয়াজ, প্রফেসর ড. মুর্শিদ আলম, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. নাজমা সুলতানা।

ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে পড়াশুনার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া এবং প্রত্যেককে নিজ নিজ বিভাগে প্রথম হওয়ার চেষ্টা করে ঢাকা জেলার শ্রেষ্ঠত্ব বজায় রাখার আহ্বান জানান।

বাবা-মায়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখার সঙ্গে সঙ্গে নামাজ-কালামের প্রতিও বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

হাফেজ মোবাশ্বের আমিন ও রাফিউল রেজার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দূরন্ত সালমান ও নিলয় রফিক।

এমএমএআর/এএসএম

Read Entire Article