ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে প্রধান ফটক অবরোধ

3 hours ago 5

ইসলামী বিশ্ববিবিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তনের দাবিতে প্রধান ফটক অবরোধ করেছেন ‘ভূগোল ও পরিবেশ’ বিভাগের শিক্ষার্থীদের একাংশ। রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিলে আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে তারা আন্দোলন স্থগিত করেন।

জানা যায়, দুপুরে বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকে তালা লাগান। পরে সেখান থেকে তারা প্রধান ফটকে এসে অবরোধ করেন। এ সময় তারা বিভাগের বর্তমান নাম শিক্ষার্থীদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ তুলে বিভাগের নাম ‘পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি’ করার দাবি জানান।

বিভাগের সভাপতি বিপুল রায় ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের দাবি জানান। পরে প্রক্টরিয়াল বডি তাদের দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নিয়ে প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীরা উপাচার্যের কাছে তাদের অভিযোগ ও দাবি উত্থাপন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ‘পরিবেশ বিজ্ঞান ও ভূগোল’ নাম থেকে শিক্ষার্থীদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিভাগের নতুন নাম রাখা হয়। এটেনডেন্সের কথা বলে কৌশলে তারা এই কাজ করেন। বিষয়টি নিয়ে আমরা বিভাগের সভাপতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি কিন্ত সেটার কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে আমরা অবরোধ করেছি।

বিভাগের সাবেক সভাপতি ইনজামুল হক বলেন, প্রত্যেকটি ব্যাচকে আলাদাভাবে ডেকে তাদের মতামতের ভিত্তিতেই বিভাগের নাম পরিবর্তন করা হয়েছিল। এখন তারা স্বাক্ষর জালিয়াতির যে অভিযোগ তুলছে সেটা সম্পূর্ণ মিথ্যাচার। আমি জানি না কার ইন্ধনে তারা এসব করছে।

এ বিষয়ে বিভাগের সভাপতি বিপুল রায় বলেন, এটা শিক্ষার্থীদের বিষয়। তারা উপাচার্যের কাছে তাদের দাবি জানিয়েছেন। উপাচার্য এ বিষয়ে তাদের দিকনির্দেশনা দিয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ বলেন, যদি সব শিক্ষার্থী বিভাগের নাম পরিবর্তন চান, তাহলে উপাচার্যের সেখানে বাধা দেওয়ার নৈতিক ও আইনগত অধিকার নেই। তবে সেটা অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে হতে হবে।

Read Entire Article