ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাবা-চাচাকে কুপিয়ে জখম

1 day ago 7

ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ওই স্কুলছাত্রীর বাবা, চাচা ও ভাইকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এসময় তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সোমবার (৩১ মার্চ) দুপুরের দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই ছাত্রীর বাবা মো. গফফার মিয়া (৫৬), চাচা ছত্তার মিয়া (৬১) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৭) এক সপ্তাহ আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২) ইভটিজিং করেন। পরে ওই স্কুলছাত্রী বাড়িতে এসে ঘটনাটি তার বাবা-মাকে জানায়।

পরবর্তীতে ওই ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি ওই যুবকদের অভিভাবকদের জানান। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত রোববার রাত ১১টার দিকে ওই ছাত্রীর বাড়ির সামনে এসে তারা আতশবাজি ফোটান এবং কয়েকটি আতশবাজি বাড়ির ভেতরে নিক্ষেপ করেন। বিষয়টি পুনরায় তাদের অভিভাবকদের জানালে সোমবার দুপুরের দিকে ১০-১২ জনসহ এসে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তার বাবা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করেন। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ বিষয়ে অভিযুক্ত সিয়াম মোল্লা, রিফাত মোল্লা, সাকিব মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের থানায় এসে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দায়ের করার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

Read Entire Article