ইমরান খান ও বুশরার ১৭ বছরের কারাদণ্ড

তোশাখানা মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। ইমরান খান এই কারাগারেই বন্দি আছেন।  ইমরান খানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তান দণ্ডবিধির ৩৪ এবং ৪০৯ ধারার অধীনে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই ধারায় বিবি বুশরাকেও মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আইন অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।  রায়ে বলা হয়, ‘আদালত সাজা প্রদানের সময় ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী এই দু’টি বিষয় বিবেচরা করে কম শাস্তি দেয়া হয়েছে।’ তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইমরান খান ও বুশরার আইনিজীবীরা। গত বছরের ডিসেম্বরে মামলাটি করেছিল পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস

ইমরান খান ও বুশরার ১৭ বছরের কারাদণ্ড

তোশাখানা মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। ইমরান খান এই কারাগারেই বন্দি আছেন। 

ইমরান খানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাকিস্তান দণ্ডবিধির ৩৪ এবং ৪০৯ ধারার অধীনে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

একই ধারায় বিবি বুশরাকেও মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আইন অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। 

রায়ে বলা হয়, ‘আদালত সাজা প্রদানের সময় ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী এই দু’টি বিষয় বিবেচরা করে কম শাস্তি দেয়া হয়েছে।’

তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইমরান খান ও বুশরার আইনিজীবীরা।

গত বছরের ডিসেম্বরে মামলাটি করেছিল পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এতে সৌদি যুবরাজের উপহার দেয়া দুটি অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে নেয়ার অভিযোগ আনা হয় ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে। 

সূত্র: ডন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow