‘জানে তু ইয়া জানে না’ সিনেমা যখন মুক্তি পায়, তখন বেশ শোরগোল পড়ে যায়। একেতো দেখতে সুপুরুষ, অভিনয়েও চৌকস, তার ওপর আমির খানের ভাগ্নে, সব মিলিয়ে সিনেমাপ্রমীরা মনে করেছিলেন, বলি ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে আরেকজন দক্ষ অভিনেতা। এমনকি কেউ কেউ তখন আমিরের সঙ্গেও তুলনা করেন ইমরান খানকে।
তবে হঠাৎ করেই যেন সিনেমার জগৎ থেকে উধাও হয়ে যান ইমরান। যার মামা আমির খান, তার কেন বলিউডে টিকে থাকতে ঝক্কি... বিস্তারিত