ইমরুলের সেরা অধিনায়ক সাকিব, কোচ হাথুরু

2 months ago 33
টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ইমরুল কায়েস। তবে সাদা বলের দুই সংস্করণে আরও কিছু সময় দেখা যাবে বাঁ হাতি এই ওপেনারকে। ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচটাও তার ঠিকঠাক ভালো যায়নি। ক্রিকেটের একটা সংস্করণ ছাড়ার সময় তার কাছে প্রশ্ন ছিল ক্যারিয়ারে সেরা অধিনায়ক ও সেরা কোচ হিসেবে কাকে পেয়েছিলেন। ইমরুল বললেন, সাকিব আল হাসান ও চন্ডিকা হাথুরুসিংহের কথা। সাকিব বেশ কয়েকবার বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন। তার অধীনে খেলার অভিজ্ঞতা থেকেই ইমরুল বলেন, ‘সেরা ক্যাপ্টেন...সবার সঙ্গেই খেলেছি, মুশফিক থেকে শুরু করে, আশরাফুল ভাই থেকে শুরু করে, শেষে খেললাম মাশরাফি ভাইয়ের সময় পর্যন্ত। সবমিলিয়ে আপনি যদি আমাকে বলেন ভালো অধিনায়কত্ব বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলব সাকিব আল হাসান।’ বলা হয়ে থাকে মাশরাফী বিন মোর্ত্তজার অধীনেই বেশি সাফল্য বাংলাদেশের। তারপরও কেন সাকিবকেই এগিয়ে রাখলেন ইমরুল! তার ব্যাখাও দিলেন এভাবে, ‘ওর (সাকিব) সময়ে খেলে আমি আমার ভূমিকাটা বুঝতে পেরেছিলাম। আমার সঙ্গে খোলাখুলি আলোচনা করত, কী আমার রোল, কীভাবে খেলতে হবে।’ অর্থাৎ অধিনায়ক সাকিবের সঙ্গে খোলামেলা আলাপের কারণেই নিজেকে আরও মেলে ধরতে পেরেছিলেন বলে কথা তার। সেরা কোচ তার হাথুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেটে যার সমালোচনাও সবচেয়ে বেশি। কিছুদিন আগেই চুক্তিভঙ্গ করে তাকে বিদায় করে দিয়েছিল বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। তবে ইমরুলের চোখে তার টেকনিক্যাল বিষয়ই বেশি পড়েছে, ‘হাথুরুসিংহে আমি আবারও বলছি...অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ। কিন্তু টেকনিক্যাল কোচ হিসেবে তিনি অনেক ভালো কোচ ছিলেন। হয়তো তার আচার-আচরণ অনেক সমস্যা ছিল, অনেকের সঙ্গে হতো না। কিন্তু ব্যাটসম্যান হিসেবে আমি উনার কাছ থেকে অনেক শিখেছি। ওদিক থেকে বলব, এ দুজন আমার কাছে ভালো লেগেছে।’
Read Entire Article