ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়েছে’, বললেন ডোনাল্ড ট্রাম্প

2 months ago 5

ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি-না এমন প্রশ্ন করা হয়েছিলো ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে।

ট্রাম্প আরও বলেন, যদি তারা (ইরান) তেল বিক্রি করতে যায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। দেশটির (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

Read Entire Article