ইরানে নিহতের সংখ্যা জানাল মানবাধিকার গোষ্ঠী

2 months ago 6
ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৬৩৯ জন নিহত ও এক হাজার ৩২৯ জন আহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটনভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এই পরিসংখ্যান প্রকাশ করেছে। তাদের পরিসংখ্যানে সমগ্র ইরানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক ও ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। এই গোষ্ঠীটি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যু নিয়ে প্রতিবাদের সময় বিস্তারিত হতাহতের তথ্য প্রদান করেছিল। ইসলামিক রিপাবলিকের স্থানীয় প্রতিবেদনগুলোকে গোষ্ঠীটির গড়ে তোলা সোর্সের নেটওয়ার্কের সঙ্গে ক্রসচেক করে তথ্য প্রচার করে তারা। ইরান সংঘাতের সময় নিয়মিত মৃত্যুর সংখ্যা দেয়নি এবং অতীতে হতাহতের সংখ্যা কমিয়ে প্রচার করেছে বলে অভিযোগ রয়েছে। সোমবার প্রকাশিত তাদের সর্বশেষ আপডেটে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহত ১ হাজার ২৭৭ জন বলে উল্লেখ করা হয়েছে।
Read Entire Article