ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু

3 months ago 60
ইরানের তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সব বাংলাদেশি নাগরিককে নিম্নলিখিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫। এর আগে শুক্রবার (১৩ জুন) ইরানে হামলা চালায় ইসরায়েল। প্রাথমিকভাবে তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এ অভিযান চলবে। অপরদিকে ইরানও দিচ্ছে পাল্টা জবাব। একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলে। 
Read Entire Article