ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাদেশিক প্রধান মোহাম্মদ ঘাদামি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, ওই এলাকায় সাহায্য ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। খবর এএফপির।
রাজধানী তেহরান থেকে ৩৫০ কিলোমিটার (২২০ মাইল) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লোরেস্তান শহরের অবস্থান। ইরানের সড়ক ব্যবস্থার বেহাল দশার কারণে প্রতি বছর হাজার হাজার প্রাণহানির ঘটনা ঘটছে।
দেশটির বিচার বিভাগের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মৃত্যু রেকর্ড হয়েছে।
এর আগে গত আগস্টে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য ইরাকে যাওয়ার পথে মধ্য ইরানে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ পাকিস্তানি নাগরিক নিহত হন।
- আরও পড়ুন:
- আফগানিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫২
- সিরিয়া আবারও মুক্ত হবে: ক্ষমতাচ্যুত আসাদের বিবৃতি
এছাড়া ২০০৪ সালের জুনে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচেস্তানে একটি গ্যাসোলিন ট্যাঙ্কার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় বড় ধরনের বিস্ফোরণে ৭০ জনেরও বেশি লোক মারা যায়।
টিটিএন