তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, আমাদের আন্দোলনের ফলশ্রুতিতে প্রতিবন্ধী অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণ আইন করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সরকার এ আইনের একটি ধারাও বাস্তবায়ন করেনি। আমরা এ প্রতিবন্ধী আইনের বাস্তবায়ন চাই।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এদিন শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
তৈমুর আলম খন্দকার বলেন, প্রতিবন্ধীদের জন্য অনেক অনুদান এসেছে। কিন্তু সরকারের গোঁজামিলের দৃষ্টি প্রতিবন্ধীরা কোনো অনুদান পায়নি। সরকারের এমপিরা প্রতিবন্ধীদের জায়গা দখল করেছে। আমাদের উদ্দেশ্য দৃষ্টি প্রতিবন্ধীরা যেন ভিক্ষাবৃত্তি না করে।
তিনি আরও বলেন, আমি আমার সম্পদ অন্ধদের কল্যাণে ব্যয় করতে চাই। আমার সন্তানরাও সেভাবে গড়ে উঠেছে। কখনও আমার সংসারে টাকা দিতে হয়নি। আমি আমার জীবনের সমস্ত আয় প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করতে রাজী আছি। মানুষের সেবা করা ছাড়া আমার কোনো টার্গেট নেই। মানুষের সেবাই আমার ধর্ম। আমি দৃষ্টি প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করবো।
জেলা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় মো. হোসেন, শাহজাহান, আব্দুল হক, জামাল উদ্দিন, মো. খসরু নোমান, খাজা ইমরান, শাহ আলম ভূঁইয়া ও মো. আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস