ইরানে বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘোষণা দেয় দেশটির বিচার বিভাগ। ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা কর্মীদের উপর মারাত্মক হামলার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন ওই ব্যক্তি।
বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মধ্যাঞ্চলীয় প্রদেশের ইসফাহানের সেমিরম শহরে নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তা মোহসেন রেজাই নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে মেহরান বাহরামিয়ান ছিলেন। তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।
ইরানের নারীদের জন্য কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটক ইরানি-কুর্দি মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই ঘটনা ঘটে। ওই সময় বহু বিক্ষোভকারী গ্রেপ্তার হন।
অভিযুক্তকে ইসফাহানের বিপ্লবী আদালত কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্ট বহাল রাখে। আজ ভোরে তার সাজা কার্যকর করা হয়েছে।
প্রসঙ্গত, ২৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুদণ্ডের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। তাদের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৮৪১ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। জাতিসংঘ বলছে, তেহরান শাস্তির এই পদ্ধতিকে ব্যবহার করছে সমাজকে ভয় দেখানো ও দমন করার হাতিয়ার হিসেবে, যা সংখ্যালঘু ও অভিবাসীদের ওপর বেশি প্রভাব ফেলছে।