ইরানে বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের, বৈঠক বাতিলের ঘোষণা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিলের ঘোষণাও দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে।” তবে ইরানি কর্মকর্তারা কীভাবে এই ‘বড় মূল্য’ দেবেন, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। ওই পোস্টে ট্রাম্প ‘মিগা’ (MIGA) শব্দটি ব্যবহার করেন, যা তার বহুল ব্যবহৃত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA)-এর আদলে তৈরি ‘মেক ইরান গ্রেট এগেইন’। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ আন্দোলনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেছেন তিনি। এর একদিন আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর যু
ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিলের ঘোষণাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের বড় মূল্য দিতে হবে।” তবে ইরানি কর্মকর্তারা কীভাবে এই ‘বড় মূল্য’ দেবেন, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
ওই পোস্টে ট্রাম্প ‘মিগা’ (MIGA) শব্দটি ব্যবহার করেন, যা তার বহুল ব্যবহৃত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA)-এর আদলে তৈরি ‘মেক ইরান গ্রেট এগেইন’। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ আন্দোলনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেছেন তিনি।
এর একদিন আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। একই দিনে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ট্রাম্প। তবে পরদিন দেওয়া এই পোস্টের মাধ্যমে সেই কূটনৈতিক উদ্যোগ আপাতত স্থগিত হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে, তারা দেশটির অভ্যন্তরে চলমান আন্দোলনকে উসকে দিচ্ছে। ইরানি কর্তৃপক্ষ এই আন্দোলনকে ‘দাঙ্গা ও সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করছে।
সরকারিভাবে হতাহতের কোনো হিসাব প্রকাশ না করা হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীরা রয়েছেন। তবে রয়টার্স এক ইরানি কর্মকর্তার বরাতে নিহতের সংখ্যা অন্তত দুই হাজার বলে জানিয়েছে। এইচআরএএনএ’র তথ্যমতে, দেশজুড়ে ৫৮৫টি স্থানে বিক্ষোভ চলাকালে অন্তত ১০ হাজার ৭২১ জনকে আটক করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
What's Your Reaction?