ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত, নেপথ্যের কারণ অজানা

2 weeks ago 13

সামরিক শক্তিতে কাগজে-কলমে এখনো ইসরায়েলের চেয়ে শক্তিশালী ইরান। কিন্তু দুই দেশের মধ্যে বড় সংঘাতের আগেই দুঃসংবাদ পেল তেহরান। দেশটির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছে একটি যুদ্ধবিমান। হঠাৎ করে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ায় ইরানের মারাত্মক দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের এ ঘটনায় যুদ্ধবিমানের দুই পাইলটই নিহত হয়েছেন। নিহত দুই পাইলটের নাম কর্নেল হামিদ রেজা রাঞ্জবার ও কর্নেল মানৌচেহর পীরজাদে। তারা দুজন টেস্ট ফ্লাইট পরিচালনা করার সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তেহরানের প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণে ফিরোজাবাদ শহরের কাছে ওই বিমানটি বিধ্বস্ত হয় বলেও জানিয়েছে ইরানি গণমাধ্যম।

তবে কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে আধা সরকারি ফার্স নিউজ। সেখানে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি থেকে সাদা ধোঁয়া উড়ছে।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের তৈরি টমক্যাট এফ-১৪ যুদ্ধবিমান কিনেছিল ইরান। এছাড়া দেশটির বিমানবাহিনীর কাছে রাশিয়ার তৈরি মিগ ও সুখোই বিমান রয়েছে। তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমানবাহিনী পুরোনো বিমান ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এমনকি তারা প্রয়োজনীয় যন্ত্রাংশও কিনতে পারছে না।

Read Entire Article