ইরানে ১৮ আফগান অভিবাসী আটক

2 months ago 8
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশের গেরমি কাউন্টিতে ১৮ জন আফগান নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় পুলিশ প্রধান কর্নেল তাহের ফা’আল জানিয়েছেন, ‘হিজরত পরিকল্পনা’ নামের ২৪ ঘণ্টার এক অভিযানে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত ও ফেরত পাঠানোর কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের এখন বহিষ্কারের প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। সাধারণ নাগরিকদের সতর্ক করে তিনি বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান বা পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। জাতিসংঘ জানিয়েছে, ইরান প্রতিদিন গড়ে ৩০ হাজার আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে। চলমান এই অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে, ফেরত পাঠানো অনেক আফগান শরণার্থী দেশটিতে গিয়ে নিপীড়ন ও অর্থনৈতিক সংকটে পড়তে পারেন। ইরান সরকার জুলাইয়ের মধ্যভাগ পর্যন্ত আফগানদের স্বেচ্ছায় দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে। এরপর যারা থেকে যাবেন, তাদের আটক ও জোরপূর্বক ফেরত পাঠানো হবে। তথ্যসূত্র : ফ্রান্স২৪  
Read Entire Article