ইরানের জালে আটক মোসাদের ৬ এজেন্ট

2 months ago 6

নিজেদের অভ্যন্তরে থাকা ইসরায়েলি এজেন্টদের বিষয়ে নড়েপড়ে বসেছে ইরান। দেশটির জালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মোসাদের ছয় গুপ্তচরকে আটক করেছে ইরান। ইরানের হামাদান প্রদেশে গোয়েন্দা সংস্থার অভিযানে তাদের আটক করা হয়েছে। 

সূত্র জানিয়েছে, হামাদান, নাহাভান্দ ও রাজান শহরে গোপন অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ছয় গুপ্তচরকে চিহ্নিত ও আটক করা হয়। তারা ইরানে মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছিল।

মেহের নিউজ জানিয়েছে, এই ভাড়াটে গুপ্তচররা সাইবারস্পেসকে নিশানা করে নিজেদের কার্ক্রম পরিচালনা করতেন। তারা এজেন্টদের সাথে যোগাযোগের মাধ্যমে জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি এবং ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল। তবে, সঠিক এবং সময়োপযোগী গোয়েন্দা তৎপরতায় তাদের এই কার্যক্রম ব্যর্থ হয়েছে।

Read Entire Article