ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, আঘাত হেনেছে জেরুজালেমেও

2 months ago 6

ইরানের ছোড়া অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শুক্রবার (২০ জুন) ভোরে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র উত্তরাঞ্চলের হাইফা, দক্ষিণের বিরশেবা, এমনকি রাজধানী জেরুজালেমেও আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।

চ্যানেল ১২ জানায়, ইরানের নতুন এই হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা ও কৌশলগত স্থাপনা, যার মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাতেও আঘাত হেনেছে।

হাইফা ও বিরশেবায় এর আগেও বেশ কয়েকবার ইরানি হামলার শিকার হয়েছে। নতুন হামলায় শহর দুটির আরও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

এদিকে, ইসরায়েলের রাজধানী জেরুজালেমের বাসিন্দারা জানিয়েছেন, ভোররাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটিতে আটকানো সম্ভব হয়নি। জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

Read Entire Article