ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

2 months ago 7
ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত নতুন দিকে মোড় নিয়েছে। পঞ্চম দফায় হামলা শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ড কর্পস (আইআরজিসিতে)। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের আঘাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হলো— মৃত্যু ও আহতের সংখ্যা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন রিশন লেজিওনের বাড়িঘরের কাছে এবং অন্যজন রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে মারা গেছেন। প্রায় ৪০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ধ্বংস ও ক্ষতি তেল আবিব, জেরুজালেমসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ শোনা গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রিশন লেজিওন ও আশপাশের এলাকায় মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। জরুরি বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে। অস্ত্রাগার ও সামরিক ঘাঁটিতে হামলা ইরানি হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও এয়ার বেসে আঘাত হেনেছে। ইসরায়েল দাবি করেছে, তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে, তবে ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য। আরও হামলার আশঙ্কা ইরান হুঁশিয়ারি দিয়েছে, তারা হামলা আরও জোরালো করবে এবং ইসরায়েলকে রক্ষার চেষ্টাকারী যেকোনো দেশের ঘাঁটি লক্ষ্য করবে।
Read Entire Article