ইসরায়েলে ইরানের হামলায় ১৩০ জনেরও বেশি মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। ইরান যেসব জায়গায় হামলা চালিয়েছে সেসব এলাকা থেকে অন্তত ১৩৭ জনকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
এদিকে, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের হামলায় বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলে ৮৯ জন আহত হয়েছেন। বাণিজ্যিক রাজধানী তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় আহত হন তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বিরসেভা শহরে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় সোরোকা হাসপাতাল এবং তেল আবিবে অবস্থিত ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনও আঘাতপ্রাপ্ত হয়েছে।
জর্ডান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু না হলেও পাশে থাকা একটি সামরিক স্থাপনায় আঘাতের পর সেই বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও দাবি করেছে, লক্ষ্য ছিল হাসপাতালের পাশের একটি ‘সংবেদনশীল’ সামরিক ও গোয়েন্দা স্থাপনা, যা সোরোকা হাসপাতালের পাশে গাভ-ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত।
সূত্র: আল জাজিরা
এসএএইচ