ইলিশ মোকাম পাঙাশের দখলে
বর্তমানে বরিশালের অভ্যন্তরীণ নদীতে ইলিশ নেই। তাই জেলে ও ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ হয়েছে নদীর পাঙাশ মাছ। নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে এখন পাঙাশ মাছের দখলে। প্রতিদিন মোকামে বিভিন্ন সাইজের পাঙাশ বেচা-বিক্রি হচ্ছে। মোকামের ব্যবসায়ীরা জানান, প্রজনন মৌসুম শেষ হওয়ার পর অক্টোবরের শেষ দিকে বেশ ভালো পাঙাশ মাছ ধরা পড়ে। যার কারণে পোর্ট মোকামে পাঙাশ মাছের আধিক্য ছিল। কিন্তু এখন একটু কমে গেছে। তবে শীত পড়লে আবারও পাঙাশ মাছ পাওয়া যাবে। পোর্ট রোডের ব্যবসায়ী রানা সিকদার বলেন, দক্ষিণাঞ্চলের বৃহৎ এই মোকামে ইলিশের আমদানি কম থাকলেও শীতের শুরুতে প্রতি বছরই পাঙাশ মাছের আমদানি বাড়ে। হালকা শীতে কুয়াশায় ঢাকা নদীগুলোর