ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

2 hours ago 3

নীলফামারীর সৈয়দপুরে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় আলেমরা।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার পাঁচ মাথা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‌‘সর্বস্তরের তৌহিদী জনতার’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে ইয়ুথ ফাউন্ডেশন সৈয়দপুর।

মানববন্ধনে মাওলানা রাহাতুল আশেকীন, মাওলানা হাসনাইন রেজা, মাওলানা মুফতি হামিদ জামাল, মাওলানা আব্দুল আজিমসহ বিভিন্ন মতের তরুণ আলেমরা বক্তব্য রাখেন।

এসময় তারা আইনজীবী আলিফ হত্যা, গাজীপুরের আশামনি ধর্ষণ, টঙ্গীর খতিব অপহরণ ও বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইসকনের সব উগ্রবাদী ও ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, উগ্রবাদী ইসকন যে অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে নিরীহ মুসলিমদের ওপর অত্যাচার করছে তা সকল মুসলিম এক হয়ে প্রতিহত করবে। ভারতের উগ্রবাদী বিজেপি, আরএসএস ও বজরং দলের প্রেসক্রিপশনে ইসকন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

তারা বলেন, ইসকনের অখণ্ড ভারতের স্বপ্ন ধূলিসাৎ করতে আজ বিভিন্ন মতের আলেম এক ব্যানারে উপস্থিত হয়েছে। এ দেশে ইসকনের মত উগ্রবাদীদের ঠিকানা হবে না। অবিলম্বে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আলেম সমাজ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

আমিরুল হক/কেএইচকে/এএসএম

Read Entire Article