ইসকনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, আটক ৩

1 month ago 18

গোপালগঞ্জে মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের (ইসকন) তিন সমর্থককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাঙ্গারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তারা কোটালীপাড়া থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুপুরে উপজেলার ভাঙ্গারহাট বাজারে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসকন সমর্থকরা। মিছিলটি বের হয়ে সামনের দিকে অগ্রসর হলে পুলিশের টহল গাড়ি সামনে পড়ে। এসময় পুলিশকে লক্ষ্য করে গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশিক জামান অভি/আরএইচ/এএসএম

Read Entire Article