ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 

12 hours ago 4

ইসরায়েলকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। খবর টাইমস অব ইসরায়েল 

হামলার পর পরই ইসরায়েলের দক্ষিণ নেগেভ এবং আরাভাতে সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল সেনাবাহিনী ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলার ঘটনা ঘটল। 

গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামাসের ওপর যখন হামলা জোরদার করে তখন থেকেই একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ পর্যন্ত তারা ইসরায়েল ৮২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে মঙ্গলবার কাতারে একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাবের বিষয়ে আলোচনার জন্য ওই ভবনে জড়ো হয়েছিল হামাসের বেশ কয়েকজন সিনিয়র নেতা। বিষয়টি আঁচ করতে পেলে হামলা চালায় তেল আবিব। 

এ হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হলেও আলোচনার অংশ নেয়া কেউ হতাহত হয়নি। কাতারে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ।  

Read Entire Article