হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদত। তার অভিনীত ‘স্নো হোয়াইট’ সিনেমাটি বক্স অফিসে সাড়া পায়নি। বিরাট অংকের ক্ষতির মুখে পড়েছে। অনেকে এর জন্য ইসরায়েলি অভিনেত্রীকেই দায় দিতে চান। তাদের মতে, ফিলিস্তিনে ইসরায়েলের জঘন্য ও অমানবিক হামলায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে ঘৃণা। ইসরায়েল বয়কটেরও ডাক এসেছে বহু জাতি ও দেশের মধ্যে।
তারা ‘স্নো হোয়াইট’ সিনেমায় ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত থাকায় ক্ষুব্ধ... বিস্তারিত