ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ

1 week ago 14

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন মুসল্লিরা। একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জাগো নিউজের জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী: মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুসল্লি ও শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেয় এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। রাজশাহী শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাহেব বাজার, মাদরাসা মোড়, বড় বাজার, টিআইএম শপিংমলসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও মুসল্লিরা আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে তালাইমাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের পর সেখানে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাত গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মোনাজাত করা হয়।

ভোলা: পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখা ও ইসলামী ছাত্র আন্দোলন ভোলা সদর উপজেলা শাখা। মিছিল শেষে ইসলামী ছাত্রশিবির ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ করে। সভায় বক্তারা ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা চান তারা।

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ

টাঙ্গাইল: জেলা ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুমার নামাজের পর অন্যান্য ইসলামী সংগঠনও ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

কিশোরগঞ্জ: ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে থেকে ছাত্রশিবির বিক্ষোভ মিছিলটি শুরু করে। যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ

নওগাঁ: জুমার নামাজ শেষে শহরের কাচারী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মোংলা (বাগেরহাট): বিএলএস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোংলা শাখা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

দিনাজপুর: স্টেশন চত্বর হতে ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালদহপট্টিতে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারাদেশে বিক্ষোভ

মিরসরাই (চট্টগ্রাম): পৌর সদরের থানা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন হয়ে উপজেলা রোডের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এমএন/এএসএম

Read Entire Article