লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত দুই মাসে ২০০ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে প্রতিদিন গড়ে তিনজন শিশু প্রাণ হারাচ্ছে।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, কয়েকদিনের মধ্যে লেবাননে ২০০র বেশি শিশুর মৃত্যু হলেও এই সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিরা কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটি এক ভীতিকর নীরবতা।
তিনি আরও বলেন, গত ১০ দিনে লেবাননে ছয়টি হামলায় বহু শিশু নিহত হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন>>
- লেবাননে ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিকস নিহত
- ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ
ইউনিসেফ কর্মকর্তা বলেন, গাজার মতো লেবাননের ক্ষেত্রেও ভয়াবহ মিল দেখা যাচ্ছে। লেবাননের শিশুদের জন্য এটি ভয়াবহতার একটি নীরব স্বাভাবিককরণে পরিণত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় ৪৩ হাজার ৯৭২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৭ হাজার ৪০০ জনই শিশু। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি ফিলিস্তিনি, তাদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে।
অন্যদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গত দুই মাসে দেশটিতে ৩ হাজার ৪৫২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩১ জন শিশু। আহত ১৪ হাজার ৬৬৪ জনের মধ্যে শিশু রয়েছে ১ হাজার ৩৩০ জন।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি হামলা চললেও গত সেপ্টেম্বরের শেষ দিকে ইসরায়েল হামলা বাড়ায়। তাদের হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করাই তাদের লক্ষ্য।
ব্রাসেলসে জাতিসংঘের মুখপাত্র বলেন, গাজা ও লেবাননের শিশুরা এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, অথচ তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না।
সূত্র: আল-জাজিরা
কেএএ/