ইসরায়েলে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র বের করছে হিজবুল্লাহ

1 month ago 31

পুরোদমে যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দখলকৃত গোলান উপত্যকায় প্রাণঘাতী হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল। তবে হুমকি সত্ত্বেও ছাড় দিয়ে কথা বলছে না হিজবুল্লাহ।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এক কর্মকর্তা জানিয়েছে, হিজবুল্লাহর নীতি এখনো অপরিবর্তিত ও এটি ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধ চায় না।

তবে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তহলে ব্যাপকভাবে লড়াই শুরু করবে সংগঠনটি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বের করে অন্যত্র নেওয়া হচ্ছে।

গোলান উপত্যকায় হামলা চালানো পর ইসরায়েল কঠোর প্রতিশোধের হুমকি দেয়। এরপরই সামরিক কার্যক্রম গতিশীল করেছে হিজবুল্লাহ।

এদিকে গাজাযুদ্ধে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি।

গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ৩৯ হাজার ৩৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ হাজার ৯২৩ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আল-জাজিরা

এমএসএম/এএসএম

Read Entire Article