ফিলিস্তিনের বাসিন্দাদের ওপর চলা ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ এবং ভারতের পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু করে দলটি।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অবিলম্বে ফিলিস্তিনে চলা এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান। তারা বলেন, ২০২৫ সালের এই আধুনিক বিশ্বে এমন হত্যাকাণ্ড চলছে আমরা আশ্চর্যজনকভাবে তা মেনে নিচ্ছি। গাজার মানুষ মরবে আর পুরো বিশ্ব আরামে থাকবে তা হতে পারে না। এই হত্যার প্রতিবাদে স্বয়ং আমেরিকাতে বিক্ষোভ চলছে তবুও তারা সামান্য বিচলিত হচ্ছে না।
নেতারা বলেন, বোমা হামলা-বিমান হামলার পরিমাণ তারা মাসের পর মাস বাড়াচ্ছে। আরও নৃশংস হয়ে উঠছে। আমাদের মধ্যে মানবিকতা-মনুষ্যত্ব সেটা কি শুধু মুখেই থাকবে। শতাব্দীর সবচেয়ে ভয়ংকর গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা।
বিক্ষোভে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে বিক্ষোভ চলছে।
এনএস/এমআইএইচএস/এমএস