ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের

6 hours ago 8

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১৯ মার্চ) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই মানবতার দুশমন ইসরাইল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। ১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম বড় ধরনের হামলা। এই হামলার মাধ্যমে ইসরাইল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের এই বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০ মার্চ বৃহস্পতিবার দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

এএএম/জেডএইচ/

Read Entire Article