ইসরায়েলের ছোড়া ডজনের বেশি ড্রোন আটকে দিল ইরান

2 months ago 5

ইরানে এক ঝাঁক ড্রোন হামলা করেছে ইসরায়েল। তবে দেশটির ছোড়া এসব ড্রোন আটকে দিয়েছে ইরান। 

বুধবার (১৮ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইরানের পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদির উদ্ধৃতি দিয়ে ইরানি লেবার নিউজ এজেন্সি জানিয়েছে, পুলিশ বিভিন্ন প্রদেশে শত্রুপক্ষের ড্রোন কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহনও চিহ্নিত করেছে।

ইরানের পুলিশ জানিয়েছে, ইসরায়েল থেকে ছোড়া অন্তত ১৪টি ড্রোনকে প্রতিহত করা হয়েছে। 

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এ অভিযানে ৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস-টু-সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস-টু-এয়ার মিসাইলের সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল।
 

Read Entire Article