কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

2 hours ago 2
বরফে ঢাকা কাশ্মীরের দুর্গম পাহাড়, চারদিকে ঝোড়ো হাওয়া আর বৈরী আবহাওয়া। এমনই দুর্যোগের কবলে পড়ে লেহ-লাদাখে আটকা পড়েছেন বলিউড অভিনেতা আর মাধবন। টানা চার দিন ধরে পাহাড়ঘেরা সেই নির্জন প্রান্তরে আটকে থাকার অভিজ্ঞতা নিজেই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারী বর্ষণে জম্মু ও কাশ্মীর বিপর্যস্ত, বিমান চলাচল বন্ধ। সেতু ভেঙে পড়েছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থাও বিপর্যস্ত। মোবাইল টাওয়ার, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এমন প্রাকৃতিক দুর্যোগের মাঝেই ইনস্টাগ্রামের স্টোরিতে লাদাখের আকাশের একটি ছবি আপলোড করেন মাধবন। ক্যাপশনে লেখেন, আগস্ট শেষ। আর লাদাখের পাহাড়ের চূড়ায় ইতিমধ্যেই বরফ জমেছে। চার দিনের অবিরাম বৃষ্টিতে লেহ থেকে বিমান চলাচল বন্ধ তাই আমি আটকে পড়েছি। রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’র সিনেমার শুটিংয়ে এখানেই এসেছিলেন মাধবন। পুরনো সে স্মৃতি মনে করে মাধবন তার স্টোরিতে আরও লিখেছেন, আমি যখনই লাদাখে শুটিং করতে এসেছি, যেমন ২০০৮-এ তিন দিনের শিডিউলে এসেছিলাম, হঠাৎ তুষারপাত শুরু হলে আমরা পালিয়ে যেতে বাধ্য হই। তবে লেহ-লাদাখের অপার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আশা করি, আকাশ পরিষ্কার হবে, বিমান নামবে আর আমি বাড়ি ফিরতে পারব। এদিকে জানা যায়, লাদাখে সমস্যার মাত্রা দিন দিন বাড়ছে। কেন্দ্রশাসিত অঞ্চলের বিস্তীর্ণ অংশে টেলিকম পরিসেবা ভেঙে পড়েছে। লাখ লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। শুধু তাই নয়, একাধিক পাহাড়ি রাস্তায় ভূমিধস হওয়ায় জাতীয় সড়কে যান ও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। 
Read Entire Article