ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ কেন দোহায় হামলা চালাতে অস্বীকৃতি জানায়?

2 hours ago 5

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের হত্যার জন্য স্থল অভিযান চালানোর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। খবর এনডিটিভি  

গত মঙ্গলবার কাতারে বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলার লক্ষ্য ছিল হামাসের সিনিয়র নেতাদের হত্যা। কিন্তু এতে ব্যর্থ হয় তেল আবিব। তবে এ হামলার সঙ্গে মোসাদের সংশ্লিষ্টতা ছিল না। সরকারি এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, দোহায় স্থল অভিযানের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। কিন্তু তাতে রাজি হয়নি মোসাদ। 

কেন এই অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ? এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, কাতারে স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। কারণ এর ফলে কাতারের সঙ্গে মোসাদের যে সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্কে ছেদ পড়তে পারে।  

ওই হামলায় হামাসের ভারপ্রাপ্ত নেতা খলিল আল-হায়াকে হত্যা করতে ব্যর্থ হয় ইসরায়েল। তবে তার কয়েকজন সহযোগী এবং কাতারের একজন পুলিশ সদস্য নিহত হয়। 

বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার ব্যাপারে ধৈর্য হারিয়ে ফেলেছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিলও হামলার বিরোধিতা করেন। তবে কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হামলা চালানোর পরিকল্পনাতে সম্মতি জানায়। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বিরোধ এড়ানোর জন্য জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আইডিএফরের সিনিয়র অফিসার নিতজান অ্যালকে বাইরে রাখা হয়। 

এদিকে কাতার এই হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ এবং মধ্যস্থতা প্রক্রিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা বলে নিন্দা জানিয়েছে।
 

Read Entire Article