ভারতের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

2 hours ago 4
জমজমাট ভিড়, আলো ঝলমলে গ্যালারি—সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল ভারত-পাকিস্তান লড়াই মানেই হাড্ডাহাড্ডি উত্তেজনা। কিন্তু মাঠে দৃশ্যটা হলো একেবারেই উল্টো। পাকিস্তানের বাজে পারফরম্যান্সে ভারত সহজেই ম্যাচ জিতে নিল ৭ উইকেট হাতে রেখে। নিজ দেশের ক্রিকেটাদের এমন জঘন্য পারফরম্যান্সে সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।  সাবেক এই ফাস্ট বোলার মনে করেন, পাকিস্তান দলের বর্তমান ক্রিকেটাররা ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না। এই দলের কাছে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা না করার কথাও বলেন তিনি।  ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে শোয়েব আখতার বলেন, ‘আগে ব্যাট করুক কিংবা পরে পাকিস্তান ১৩০ এর বেশি করতে পারত না। সেটাই হয়েছে। হতাশাজনক পারফরম্যান্স বলা যাবে না। ভালো দিক হলো সাইম আইয়ুবকে আমরা স্পিনার হিসেবে পেয়েছি। খুব ভালো ব্যাপার।’ পাকিস্তানের ক্রিকেটারদের কোনো কৌশল নেই বলেও মন্তব্য করেন সাবেক গতি তারকা। সূর্যকুমার যাদবের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেটের মান কেমন সেটা প্রকাশ হয়ে গেল। কোনো কৌশল নেই, সিঙ্গেল নিতে পারে না। এমনকি আমাদের মানসম্পন্ন ব্যাটারও নেই। ভারতের সূর্যকুমার যাদবকে দেখুন। সুইপ মারছে, কাট করছে, আবার সিঙ্গেলও নিচ্ছে। মানের দিক থেকে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা সহযোগী দেশগুলোর চেয়ে সামান্য একটু ভালো দল।’   রোববার পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমেই হোঁচট খায়। সাহিবজাদা ফারহানের (৪০) ইনিংস কিছুটা ভরসা দিলেও তিনি ব্যাটিং করেছের কচ্ছপ গতিতে। শেষদিকে শাহিন শাহ আফ্রিদি ঝড়ো ১৬ বলে ৩৩ রানের ইনিংস পাকিস্তানকে কোনোমতে ১২৭ রানে পৌঁছে দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জবাবটা ছিল একেবারেই সহজ-সাবলীল। দাপুটে ব্যাটিংয়ে ১৫.৫ ওভারেই তারা লক্ষ্যে পৌঁছে যায়।
Read Entire Article