ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জর্ডানের

2 months ago 5

বাকিরা খেলছে, আর তারা মাঠেই নামল না! অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে বড়সড় আলোচনার জন্ম দিল জর্ডান। টুর্নামেন্টে নিজেদের নির্ধারিত ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছে দলটি। এর ফলে নিয়ম অনুযায়ী ম্যাচে ০-২০ ব্যবধানে কারিগরি হার যুক্ত হয়েছে জর্ডানের নামের পাশে।

বাস্কেটবলের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ফিবার কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে, জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে—ইসরায়েলের বিপক্ষে তারা ম্যাচ খেলবে না। নির্ধারিত সময়ে দলটি কোর্টে না নামায় নিয়ম অনুযায়ী ম্যাচটি ইসরায়েলের অনুকূলে দেওয়া হয়।

জর্ডান অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল দল।

এই সিদ্ধান্তের ফলে গ্রুপ ‘সি’-তে পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন এসেছে। ইসরায়েল এখন দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে। অন্যদিকে, টানা দুই ম্যাচে হার জর্ডানকে ঠেলে দিয়েছে তলানিতে।

এই গ্রুপের অন্য দুই দল—ডমিনিকান রিপাবলিক ও সুইজারল্যান্ড। ডমিনিকানদের ঝুলিতে একটি জয় থাকলেও সুইজারল্যান্ড এখনো জয়হীন।

জর্ডানের এই বয়কট কেবল একটি ম্যাচ নয়, বরং আঞ্চলিক রাজনীতিরও প্রতিফলন। ক্রীড়াক্ষেত্রে এমন অবস্থান বিতর্ক তৈরি করলেও, এটিই প্রথম নয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগেও একাধিক দেশ কূটনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় প্রতিপক্ষ দলকে বয়কট করেছে।

বিশ্বমঞ্চে জর্ডানের এমন পদক্ষেপ নিয়ে আলোচনা যেমন চলছে, তেমনি ফিবার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পদক্ষেপও থাকছে নজরে। মাঠের বাইরের এই কূটনৈতিক বার্তা শেষ পর্যন্ত টুর্নামেন্টের গতি ও প্রতিযোগিতার পরিবেশে কী প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

Read Entire Article