ইসলামবিরোধী আইন মেনে নেওয়া হবে না : মাওলানা রাব্বানী

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেছেন, ‘বাংলাদেশে কোনো ইসলামবিরোধী আইন ও চুক্তি মেনে নেওয়া হবে না। দেশের কোনো ধর্মপ্রাণ মুসলমান এ ধরনের আইন ও চুক্তি বরদাশত করবে না।’  রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।  সম্মিলিত ইমাম খতিব পরিষদ এই সম্মেলনের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও শীর্ষ আলেমরা বক্তব্য দেন। মাওলানা রাব্বানী বলেন, ‘বর্তমান অন্তর্বতী সরকার কিন্তু নির্বাচিত নয়। তারপরও তারা বেশ কিছু চুক্তি করেছে। তার মধ্যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের চুক্তি হয়েছে। আমরা সেটা অবিলম্বে বাতিলের দাবি জানাই। সেই সঙ্গে অবিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দিতে হবে।’ এ সময় সব আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির।

ইসলামবিরোধী আইন মেনে নেওয়া হবে না : মাওলানা রাব্বানী

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেছেন, ‘বাংলাদেশে কোনো ইসলামবিরোধী আইন ও চুক্তি মেনে নেওয়া হবে না। দেশের কোনো ধর্মপ্রাণ মুসলমান এ ধরনের আইন ও চুক্তি বরদাশত করবে না।’ 

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সম্মিলিত ইমাম খতিব পরিষদ এই সম্মেলনের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও শীর্ষ আলেমরা বক্তব্য দেন।

মাওলানা রাব্বানী বলেন, ‘বর্তমান অন্তর্বতী সরকার কিন্তু নির্বাচিত নয়। তারপরও তারা বেশ কিছু চুক্তি করেছে। তার মধ্যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের চুক্তি হয়েছে। আমরা সেটা অবিলম্বে বাতিলের দাবি জানাই। সেই সঙ্গে অবিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দিতে হবে।’

এ সময় সব আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow