ইসলামি জীবনবিমা : এক নতুন দিগন্ত
এ বি এম সাইফুল ইসলাম :আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা কুরআনুল কারীমে বলেন- ‘তোমরা পরস্পর কল্যাণ ও তাকওয়ার কাজে সহযোগিতা করো আর তোমরা একেঅপরকে পাপাচার ও সীমালংঘনমূলক কাজে সহযোগিতা করোনা।’ (সূরা মায়িদা: ২)ইসলাম পরিপূর্ণ জীবনবিধান, ইসলামি শরিয়া কেবলমাত্র ধর্মীয়ভাবে প্রয়োগের জন্য নয়, আর্থ-সামাজিক সকল কর্মকাণ্ডে ইসলামের বিধি-বিধান প্রয়োগ একান্ত অপরিহার্য। মানবসমাজের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক কিংবা এমনকিছু [...]