দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির দ্বাদশ অধিবেশন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খেলাফত মজলিসের আমির বলেন, এদেশে সব ধরনের জুলুম-নির্যাতন বন্ধ করতে হলে ঐক্য প্রয়োজন। ইসলামিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হোন।
তিনি বলেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থেকে হয়তোবা মুক্তি পেয়েছি, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি। অন্তর্বর্তী সরকার যে সংস্কারকাজ শুরু করেছে আমরা চাই সেটি সঠিকভাবে হোক। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দাবি করছি। পাচার হওয়া অর্থও ফিরিয়ে আনতে হবে।
- আরও পড়ুন
- সংস্কার চাইলে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে: ফখরুল
- বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের
মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, বিগত ২৫ বছর ধরে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। প্রত্যেককে প্রত্যেকের এলাকায় গিয়ে খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণআন্দোলন করে দাওয়াত দিতে হবে। খেলাফত কী এবং কেন খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন, এ সম্পর্কে মানুষকে বোঝাতে হবে।
সমাবেশে উপস্থিত সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে এই দাওয়াতের কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ ও পেশাজীবী অংশ নেন। দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
এনএস/এমকেআর/এএসএম